‘স্বপ্নের পদ্মা সেতু’ উদ্বোধন উপলক্ষে জমকালো কনসার্টের আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
শনিবার (২৫ জুন) বিকেল ৪টা থেকে নগরের এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে এ কনসার্ট অনুষ্ঠিত হবে।
বুধবার (২২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।
তিনি বলেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জমকালো কনসার্টের আয়োজন করছে চট্টগ্রাম জেলা প্রশাসন। এছাড়াও সকাল সাড়ে ৮টা থেকে একই জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কনসার্ট শেষে সন্ধ্যা ৭টায় বর্ণিল আতশবাজি ডিসপ্লে করা হবে।
কনসার্টে অংশ নেবে জনপ্রিয় ব্যান্ড দল তীরন্দাজ, নাটাই, সাসটেইন। গান করবেন স্থানীয় সংগীত শিল্পীরা।